ফরিদপুরে বাস ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে  নিহত দুই

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দুই বাস ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অাহত হয়েছে কমপক্ষে আরও সাত জন।

সোমবার উপজেলার চর যশোহরর্দী ইউনিয়নের গজারিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিক আপের হেলপার ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দির আব্দুল মালেক মুন্সীর ছেলে আজিজুর রহমান মুন্সী (৫৫) ও ইমাদ পরিবহনের যাত্রী টুঙ্গিপাড়ার বরনী গ্রামের সোলায়মান মোল্যার ছেলে হাফিজুর রহমান বাদল (৪০)।

আহতদের মধ্যে দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর পাঁচ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সড়কের পাশে একটি পিকআপ দাঁড়ানো ছিল। ওই সময় নড়াইল থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসকে ঢাকা থেকে পিরোজপুরগামী ইমাদ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঈগল পরিবহনের বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিক আপকে ধাক্কা দেয়। এ সময় ঈগল পরিবহনের বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এ বি এম মমতাজ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল গিয়ে হতাহতদের উদ্ধার করে। ঘটনাস্থলে একজন ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আকেজনের মৃত্যু হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সাহায্য করে।

দুর্ঘটনাকবলিত দুটি বাস জব্দ করা হয়েছে। ওই দুই বাসের দুই চালক পালিয়ে গেছে। মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।

 

টাইমস/এইচইউ

Share this news on: